সাংবাদিক মোল্লা উপর হামলা ঘটনায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নিন্দা

বন্দর প্রতিনিধি: 

বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও মানব জমিন পত্রিকার সাংবাদিক নূরজ্জামান মোল্লা উপর নেক্কার জনক  সন্ত্রাসী হামলার ঘটনার  র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  বিকেলে গণমাধ্যমে পাঠানো  এক বিবৃতি  তারা এ নিন্দা জ্ঞাপন করেন। বিবৃতিতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি সদস্য জি এম সুমন বলেন, সন্ত্রাসী হামলা করে একজন কলম সৈনিকের কন্ঠস্বর কোন অপশক্তি দাবিয়ে রাখতে পারেনি ভবিষ্যতে পারবেও না । আমি নেক্কার জনক হামলার র্তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

সে  সাথে হামলাকারি ধান্দাবাজ আক্তারসহ তার সহযোগীেদের চিহিৃত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য  বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জরুরী হস্তক্ষেপ কামনা করছি। উল্লেখ্য বৃহস্পতিবার  সকালে বন্দর উপজেলার কামতাল কবরস্থান হাফেজিয়া মাদ্রাসায় ওই যৌন হয়রানি ঘটনাটি ঘটে। ওই ঘটনার তথ্য সংগ্রহ করতে সাংবাদিক নূরজ্জামান মোল্লা ঘটনাস্থলে আসলে ওই ধান্দাবাজ সন্ত্রাসী আক্তারসহ তার সহযোগীরা হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *