বন্দরে দেনাদার কর্তৃক পাওনাদরকে হুমকির ঘটনায় থানায় অভিযোগ

বন্দর প্রতিনিধি:

বন্দরে পাওনা টাকা না পেয়ে উল্টা হুমকির মুখে পড়েছেন এক ইট-বালুর ব্যবসায়ী।  এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও জামায়াত নেতা আনোয়ার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  দুপুরে দেনাদার  মাজহারুল ইসলাম দর্পনকে আসামী করে বন্দর থানায় এ   অভিযোগ দায়ের করেন তিনি। 

এর আগে  গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় বন্দর বাসস্ট্যান্ডে এ ওই হুমকির ঘটনা ঘটে।  অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে,  একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী মাজহারুল ইসলাম দর্পন  বিল্ডিং নির্মাণ কাজের জন্য আনোয়ার হোসেনের কাছ থেকে  ইট-বালু নেন।

এ বাবদ আনোয়ার হোসেনের ৯০ হাজার টাকা পাওনা থাকলেও দর্পন টাকা পরিশোধ না করে তালবাহানা করে। বরং টাকা চাইতে গেলে তিনি বাদীকে হুমকি-ধমকি দেন। শুধু আনোয়ার হোসেন নন, দর্পনের কাছে ওস্তাগার শহিদ, কুতুব এবং টিন ব্যবসায়ী দেলোয়ার হোসেনেরও আনুমানিক ৫০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ্য করা হয় , দর্পন একজন খারাপ চরিত্রের লোক, জুয়ায় আসক্ত এবং মহিলাদের বৈধ ভিসায় বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেন।

স্থানীয়ভাবে একাধিকবার বিচার-শালিস হলেও তিনি স্বভাব-চরিত্র পরিবর্তন করেননি। এ ঘটনায় ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, “আমার পাওনা টাকা চাইতে গেলে উল্টো আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আইন ছাড়া আর কোনো উপায় নেই।”

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি তদন্ত করা হবে এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *