শারদীয় দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সনাতন সম্প্রদায়ের পাশে থাকবেন জাকির খান

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নারায়ণগঞ্জ শান্তি-সম্প্রীতির শহর। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান দীর্ঘদিন ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করছে। এই ঐতিহ্য আরও সুসংহত করতে আসন্ন দুর্গাপূজায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও জানান, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে তার নেতাকর্মীরা কয়েকটি টিমে বিভক্ত হয়ে ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে। প্রতিটি পূজা মণ্ডপে নজরদারি ও সার্বক্ষণিক খোঁজখবর রাখছে তারা। প্রয়োজনে পাহারাদার হিসেবেও কাজ করার প্রস্তুতি রয়েছে।

সনাতন সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে জাকির খান বলেন, “পূজার দিনগুলোতে কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। কোনো ভয় পাবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি।”

শেষে তিনি নারায়ণগঞ্জসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *