আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন সারনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নারী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুপ্তরা ইউনিয়নের তিনগাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সারনা বেগম মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নিঃসন্তান ও স্বামী পরিত্যক্ত অবস্থায় স্থানীয়ভাবে বসবাস করছিলেন। জীবিকার তাগিদে শাওন টেক্সটাইল ও উদয়ন মিলের শ্রমিকদের জন্য মেসে রান্নার কাজ করতেন তিনি।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, সারনা বেগম শান্ত-স্বভাবের নারী ছিলেন এবং তার কারও সঙ্গে শত্রুতা ছিল না। হঠাৎ এই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ বলছে, তদন্ত শেষে হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।