ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে বিশেষ উপহার সামগ্রী প্রদান করেছে বিএনপি। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর মিশনপাড়াস্থ হোসিয়ারি সমিতি ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপহার সামগ্রী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া হয়। পুরো উদ্যোগে সহযোগিতা করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল। জানা গেছে, নারায়ণগঞ্জ নগরীর মোট ৭০টি পূজা মণ্ডপে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধি। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এসময় উপহার গ্রহণ করে আনন্দ প্রকাশ করেন এবং বিএনপি’র এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে বিশ্বাসী হয়ে বিএনপি যে উদার মনোভাব প্রদর্শন করেছে, তা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ টিপু।
বক্তারা বলেন, বিএনপি সবসময়ই দেশের সব ধর্ম-বর্ণের মানুষের পাশে থেকেছে এবং এ ধারা অব্যাহত থাকবে। তারা উল্লেখ করেন, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান মিলেমিশে হাজার বছর ধরে বসবাস করছে। এই ঐতিহ্য ধরে রাখতে হলে রাজনৈতিক দলগুলোর আন্তরিক ভূমিকা প্রয়োজন।
আবু আলী ইউসুফ টিপু বলেন, আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস করেন সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের অন্যতম শক্তি। তিনি সর্বদা জাতির প্রত্যেক নাগরিকের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর যে সদিচ্ছা থাকা উচিত, বিএনপি সেই জায়গায় আন্তরিকতা দেখিয়েছে। তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পূজা উৎসবকে সামনে রেখে এ ধরণের সহযোগিতা প্রমাণ করে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং দেশের সব মানুষের কল্যাণে কাজ করা একটি জনবান্ধব শক্তি।
উপস্থিত বক্তারা আরও বলেন, দেশে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সামাজিক ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পূজা উৎসব শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং এ উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠে সার্বজনীন আনন্দঘন পরিবেশ। আর এ ধরনের পদক্ষেপ সামাজিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।
নারায়ণগঞ্জ মহানগরে ৭০টি পূজা মণ্ডপে বিএনপি’র উপহার বিতরণ নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। স্থানীয় রাজনৈতিক মহলও মনে করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য এ ধরণের কার্যক্রম প্রয়োজন। এই উদ্যোগ প্রমাণ করে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ সবাই দেশের প্রতিটি ধর্মাবলম্বীর পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএপির সভাপতি মাসুদ রানা ,সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।