সিদ্ধিরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ডের রসুলবাগ বালুর মাঠে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এই খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক নিবেদিত প্রাণ সংগঠক। তার হাত ধরে দেশের ফুটবলসহ বিভিন্ন খেলায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে তিনি সবসময় কাজ করেছেন।

সজল অভিযোগ করে বলেন, বিগত সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা সরকার দেশের ক্রীড়াঙ্গনের পরিবেশ নষ্ট করে দিয়েছে। কিশোর-যুবকদের হাতে খেলাধুলার পরিবর্তে মাদক তুলে দিয়েছে, সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য হিসেবে যুব সমাজকে ব্যবহার করেছে।

অনুষ্ঠানের উদ্বোধক নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, আমরা চাই যুবসমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে। খেলাধুলার মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আগামীতে আমাদের দল ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরও বেশি করে কাজ করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শওকত আলী রিয়েল। উদ্বোধক ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটন, মহানগর যুগ্ম আহ্বায়ক খলিল শ্যামল, মোফাজ্জল হোসেন আনোয়ার, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূঁইয়া সাগর, আরমান হোসেন, আশিকুর রহমান অনি, রিয়াজুল আলম ইমন, শাহীন শরীফ, জুনায়েদ মোল্লা জনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম মাহমুদ অন্তু, সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম, ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজ, যোগাযোগ সম্পাদক সাজিদ, সহ-সাধারণ সম্পাদক সম্রাট, সদস্য মনির হোসেনসহ ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *