রূপগঞ্জে পূজা মন্ডপ উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন ডিসি

রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক রূপগঞ্জ উপজেলার শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, রাধা মাধব মন্দির ও ভোলাব কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ও উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

জেলা প্রশাসক বলেন,
উৎসব কখনো একা উদযাপন করা যায় না; সবাইকে সঙ্গে নিয়ে উদযাপন করতে হয়। এটি আমাদের দেশের সম্প্রীতি এবং সামাজিক ঐক্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে উৎসব উদযাপন করি এবং একে অপরের খোঁজ-খবর রাখি। এটি আমাদের সংস্কৃতির অংশ।

তিনি আরও বলেন,যদি এই ধরনের উৎসব না থাকে, আমাদের সন্তানরা ঐতিহ্য সম্পর্কে জানবে না। আমাদের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের গর্বের বিষয়।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জেলা প্রশাসক জানান, রূপগঞ্জে মোট ২২৪টি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি সকল দপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফ্তা মেহনাজ, নেজারত শাখার মো. তারিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এবং রূপগঞ্জ থানার ওসি তদন্ত মো. মুক্তার হোসেন।

মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী গোপাল জিউর মন্দির কমিটি: সভাপতি অভিনাশ দাস, সাধারণ সম্পাদক জয়দেব দাস, রাধা মাধব মন্দির পূজা উদযাপন কমিটি: সভাপতি বাদল মোহন্ত, সেক্রেটারি পঙ্কজ দাস, ভোলাব কালীবাড়ি মন্দির পূজা উদযাপন পরিষদ: সভাপতি বদল দাস চৌধুরী, সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র দাস।

জেলা প্রশাসকের মন্দির পরিদর্শন উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন এবং স্থানীয় সম্প্রদায় ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *