দেলু ভুইয়া পরিবার নিয়ে প্রশ্নের ঝড়
ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ড বিএনপি নেতা পরিচয়ে পরিচিত দেলু ভুইয়ার রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ এলাকাবাসীর অভিযোগ দেলু ভুইয়া বিএনপির রাজনীতিতে সক্রিয় নন, বরং দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেছেন। বাস্তবে তাকে কখনোই কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে দেখা যায়নি।
দেলু ভুইয়ার ছেলে জাকির খান শুরুতে বিএনপির ব্যানারে এলাকায় রাজনৈতিক সক্রিয়তা দেখালেও পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। শুধু তিনিই নন, পরিবারের অন্যান্য সদস্যদেরও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে। এতে করে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে চরম হতাশা ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, দেলু ভুইয়া বহুদিন ধরেই ড্রেজার সন্ত্রাসে জড়িত। নদী দখল ও অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাকে “ড্রেজার সন্ত্রাসী” হিসেবেই বেশি চেনেন। এই পরিচিতি বিএনপির ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে বলে মনে করেন অনেকেই।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, দেলু ভুইয়া পরিবার বিএনপির নাম ব্যবহার করে নানা সুবিধা নিয়েছেন, অথচ রাজনৈতিকভাবে তাঁরা আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ। বিএনপির প্রতি অনুগত কর্মীদের চোখে এটি বড় ধরনের বিশ্বাসঘাতকতা। ফলে এলাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, বিশেষত আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে।
নারায়ণগঞ্জের রাজনীতিতে দেলু ভুইয়া পরিবারের অবস্থান এখন স্পষ্টভাবে প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় , তারা কি আসলেই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত, নাকি শুধুই নাম ব্যবহার করে সুবিধা নেয়ার কৌশল নিয়েছেন?
বিএনপির ভেতরে যখন সাংগঠনিক চ্যালেঞ্জ বাড়ছে, তখন দেলু ভুইয়া পরিবারের এ ধরনের দ্বৈত অবস্থান দলের জন্য আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।