ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল, নারায়ণগঞ্জ জেলা শাখার আওতাধীন ফতুল্লা থানা তরুণ দলের একটি তেত্রিশ (৩৩) সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন এই কমিটি নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম এর পরামর্শক্রমে অনুমোদন দেওয়া হয়।
কমিটির ২১ থেকে ৩৩ নম্বর সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন: মোঃ মমিন, মোঃ ফরহাদ মিয়া, মোঃ সোহেল, মোঃ সবুজ, মোঃ বাদশা, মোঃ সজীব (২ জন), মোঃ জাফর আহম্মেদ, মোঃ জুয়েল, মোঃ সাইদুল ইসলাম, মোঃ হাবীবুর রহমান, মোঃ নাজমুল ও মোঃ মিজানুর রহমান।
তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখাই এই কমিটির মূল উদ্দেশ্য বলে জানা গেছে।