ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা মধ্যবয়সী নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শহরের বোস কেবিন এলাকার রেললাইন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ওই নারীর দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।