ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকায় বাড়ি নির্মাণকাজকে ঘিরে চাঁদাবাজি ও জোরপূর্বক মালামাল সরবরাহের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জাকিরের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, নতুন করে কেউ বাড়ি বা ভবন নির্মাণ শুরু করলে তাদের ওপর নির্দিষ্ট ‘রেট’ চাপিয়ে দেওয়া হয়। ঠিকাদার বা মালিকরা সেই গোষ্ঠীর কাছ থেকে নির্মাণসামগ্রী না নিলে জোর করে মালামাল বাড়ির সামনে রেখে বিল আদায়ের চেষ্টা করা হয়। এতে ভুক্তভোগী পরিবারগুলো চরম হয়রানির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত জাকির যিনি স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত। তবে, তিনি এক সময় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সেই সময় তিনি মাদক ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের ভাতিজা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
ভুক্তভোগীরা বলেন, আমরা নিজের পছন্দমতো দোকান থেকে মালামাল কিনতে চাইলে বাধা দেওয়া হয়। এমনকি জোর করে আমাদের বাড়ির সামনে বালু, ইট, রড ফেলে রেখে পরে বিল দাবি করা হয়। এতে নির্মাণ কাজে আর্থিক ক্ষতি ও মানসিক হয়রানি দুটিই ভোগ করতে হচ্ছে।
স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, এভাবে চাঁদাবাজি চলতে থাকলে সাধারণ মানুষ শান্তিতে বসবাস ও বাড়ি নির্মাণ করতে পারবে না। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এই বিষয়ে কথা বলতে জাকিরকে একাধিকবার কল করলে তিনি কল রিসিভ করেননি তাই এই বিষয়ে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।