ফতুল্লায় গার্মেন্টস কভার্ড ভ্যান ছিনতাই: তিন বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালবাহী কভার্ড ভ্যান ছিনতাই করে প্রায় ১০ লাখ টাকার পণ্য লুটের অভিযোগ উঠেছে স্থানীয় তিন বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিসিক ক্রোনী এপ্যারেলস লিমিটেডের সিইও মো. হুমায়ুন কবির ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে কোম্পানির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৯৬০৬) অবন্তি কালার টেক্স লিমিটেডে পণ্য পরিবহনের উদ্দেশ্যে রওনা হলে ফতুল্লার রাজন (৪৫), ইকবাল কবির (৪৮) ও মনিরের নেতৃত্বে ১৫–২০ জন লোক ট্রাকটি আটকে দেয়। তারা নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিয়ে চালক আবুকে গালিগালাজ করে এবং জোরপূর্বক ট্রাকটি ছাড়তে অস্বীকৃতি জানায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পুলিশ ঘটনাস্থলে গেলে বিবাদীরা মালিকপক্ষকে আশ্বস্ত করে এবং ট্রাক থানায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেয়। পরে পুলিশ ট্রাকের চাবি ও কাগজপত্র তাদের কাছে বুঝিয়ে দেয়। তবে ১ অক্টোবর ভোরে জানা যায়, ট্রাকটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং তাতে থাকা প্রায় ১০ লাখ টাকার এসএস স্টিল পণ্য লুট করা হয়েছে। পরবর্তীতে খালি ট্রাকটি ফতুল্লার কাশিপুর হাটখোলা স্কুলের সামনে ফেলে রাখা হয়।

সিইও হুমায়ুন কবির অভিযোগে উল্লেখ করেন, এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা কর্ণপাত করেননি বরং উল্টো বিভিন্ন হুমকি দেন। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, ইকবাল কবির কাশিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মনির একই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজন সাংবাদিকদের বলেন, আমরা রাত ১২টার দিকে গাড়িটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর কাছে বুঝিয়ে দিয়েছি। এরপর কী হয়েছে আমরা জানি না।
একই কথা বলেন ইকবাল কবির। তিনি দাবি করেন, এলাকার কিছু যুবক গাড়িটি আটক করেছিল, আমরা কেবল মীমাংসার জন্য ঘটনাস্থলে যাই।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই আবুল বাশার জানান, “আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ট্রাক উদ্ধারের চেষ্টা করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল। তদন্ত চলছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *