সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি
পরিবেশ রক্ষায় গাছ লাগান, পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের বৌ বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম বাবু বলেন,
“বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, বন্যা ও জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এসব দুর্যোগ মোকাবেলায় আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। দেশনায়ক তারেক রহমান আমাদের একটি নির্দেশনা দিয়েছেন—আগামী পাঁচ বছরে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমরা সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃক্ষরোপণ করছি।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, সদস্য সরিফ হোসেন ও উজ্জল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপু, যুগ্ম আহ্বায়ক মনোয়ার বিন রশিদ, মোহাম্মদ নুর ইসলাম, মোঃ হুমায়ুন কবিরসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু গাছ লাগানোই নয়, স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অংশগ্রহণমূলক ভূমিকা গড়ে তোলাই মূল লক্ষ্য।