আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে ওয়াসিম (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম ওই গ্রামের দিলা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে স্বাভাবিক দিনের মতো বাড়ির বাইরে খেলছিল ওয়াসিম। এসময় হঠাৎ আকাশে বজ্রপাত হলে সেটি সরাসরি তার শরীরে আঘাত হানে। ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসলেও ততক্ষণে ওয়াসিমের মৃত্যু হয়।
ওয়াসিমের এমন অকাল মৃত্যুতে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, স্বজন ও প্রতিবেশীরা গভীর শোকে ভেঙে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন।