সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৬ অক্টোবর) উপজেলার কাঁচপুর এলাকার সোনালী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জনবণিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টার নামের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ হেপাবিগ ইনজেকশন (হেপাটাইটিস বি প্রতিরোধক ওষুধ) ফ্রিজে সংরক্ষণ অবস্থায় পাওয়া যায়। উক্ত ইনজেকশনের মেয়াদ শেষ হয়েছিল ২০২৩ সালে।
এছাড়াও ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ ও ফিজিশিয়ান স্যাম্পল লেখা বিক্রয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। পাশাপাশি সরকারি হাসপাতালে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত বেশ কিছু ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। উদ্ধারকৃত ওষুধের মধ্যে ছিল সেফ্রাডিন ৫০০ মি.গ্রা, সেফুরক্সিম ৫০০ মি.গ্রা, অস্টোক্যাল ডি, ফ্লুক্লক্সাসিলিন ৫০০ মি.গ্রা, সেফিক্সিম এবং সলবিয়ন।
এ ধরনের আইনবিরোধী কার্যক্রমের জন্য ফার্মেসিটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এমন অপরাধ পুনরায় সংঘটিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফার্মেসিকে সতর্ক করা হয়েছে।
অভিযানে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক নিউটনের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল অংশ নেয় এবং সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির বিরুদ্ধে জেলার ফার্মেসিগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।