ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সদর মডেল থানার মর্গান স্কুলের উল্টো পাশে রিদম কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে জাকির হোসেন (৫০) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি আইয়ুব আলীর পুত্র ও সুফিয়ার পুত্রবধূ। তার স্থায়ী ঠিকানা ভাসমান হলেও বর্তমানে তিনি বন্দর থানাধীন মজনু সাহেবের বাড়িতে (ঘাড় মোড়া বাজারের সামনে) ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানের সময় তার হেফাজত থেকে ৩৫ পুড়িয়া কথিত হেরোইন (ওজন ৩ গ্রাম) উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।