সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ, ৫ অক্টোবর ২০২৫: সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক আভিযানিক টিমের মাধ্যমে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোট ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

প্রথম অভিযানে, বিহারী ক্যাম্প এলাকার বালুর মাঠ তিন রাস্তার মোড়ে মোঃ নাসির  কাল্লু (৩৫) কে ১০০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। গ্রেফতারকৃত কাল্লু ওই এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী।

দ্বিতীয় অভিযানে, আরামবাগ ক্লাব মোড়ে মাসুদুর রহমান তপন (৩২) কে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এরপর কদমতলী কলেজপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একজন হলেন মোঃ ওলিল চৌকিদার (২৬) যাকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অন্যজন মোঃ ইমরান হোসেন (২৯) যাকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উভয় গ্রেফতারকৃত কারবারী স্থানীয় ভাড়াটিয়া হিসেবে এলাকায় বসবাস করেন।

গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *