সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। খাদ্য প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে চিশতিয়া বেকারিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
৬ অক্টোবর (সোমবার) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারাহ ফাতেহা তকমিলা। প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ফুড সেফটি ইন্সপেক্টর মো. শাহজাহান।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বেকারিতে উৎপাদিত পণ্যের মান কম ছিল এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় আশপাশের আরও কয়েকটি খাদ্যসামগ্রীর দোকানে তদারকি করা হলেও কোনো অপরাধ পাওয়া যায়নি। তবে দোকান মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।