না’গঞ্জ প্রেসক্লাবের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে জেলা পুলিশ মূল কারণ চিহ্নিত করে তা সমাধানের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ট্রাফিক বিভাগকে ইতোমধ্যেই বিশেষ নির্দেশনা দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা পুলিশের সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, নারায়ণগঞ্জে মানুষের অন্যতম প্রধান সমস্যা হলো যানজট। পুলিশ সমস্যার মূল কারণগুলো চিহ্নিত করেছে এবং তা নিরসনে কার্যক্রম শুরু করেছে। ট্রাফিক বিভাগকে এই বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সার্বিকভাবে কাজ করছে। মাদক, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজা, সিনিয়র সাংবাদিক সালাম জুবায়ের, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় পুলিশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান।

পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং নাগরিকদের নিরাপত্তা ও যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *