ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
আগামী ১০ অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে আয়োজিত গণ সমাবেশ সফল করার লক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে ৮ অক্টোবর দুপুর ১২ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের উদ্দেশ্য মাওলানা মামূনুর রশীদ বলেন, আপনারা হলেন সময়ের দর্পণ। আমরা আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে উদাত্ত আহবান করছি- ১০ তারিখের গণ সমাবেশকে সফল করার জন্য দলমত নির্বিশেষে সকলেই যোগদান করবেন।
মতবিনিময় সভার প্রশ্নোত্তর পর্বে আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস কোনো জোটে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের আমীরে মজলিস ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখনো এককভাবে নির্বাচন করার জন্য কাজ করে যাচ্ছে। কোনো জোটের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত হলে, আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে।”
পি. আর সম্পর্কে দলটির অবস্থান জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ খেলাফত মজলিস উচ্চ কক্ষে পি.আর পদ্ধতির দাবি জানিয়েছে।
মহানগর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহর সঞ্চালনায় সভার শুরুতে গণ সমাবেশের সার্বিক দিক তুলে ধরেন মহানগর সভাপতি মাওলানা মামূনুর রশীদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন-বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার রক্ষায় শুধু ব্যর্থই নয়, জনদুর্ভোগ এবং জুলুমেরও কারণ। এই বাস্তবতায় দীর্ঘ নিপীড়নের পথ মারিয়ে বহু জীবন ও রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজন আমূল পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত।
এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে, জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আগামী ১০ অক্টোবর ২০২৫ইং শুক্রবার, বিকাল তিনটায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডি.আই.টি চত্বরে গণ সমাবেশের ডাক দিয়েছে। উক্ত গণ সমাবেশে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সময়ের দিকপাল আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদসহ জাতীয় নেতৃবৃন্দ। আমরা বিশ্বাস করি, এই গণ সমাবেশটি হবে নারায়ণগঞ্জবাসীর জন্য এক আলোড়ন সৃষ্টিকারী সমাবেশ। যা তাদের ভাগ্য পরিবর্তনে বিরাট ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন-
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সহ-সভাপতি নূরে আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, যুব মজলিস সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মদ সোলাইমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।