ভাঙ্গা সড়ক সংস্কারের প্রতিশ্রুতি রনির

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট:

বক্তাবলীর রাধানগরে ভাঙা সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। গতকাল মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে বক্তাবলীর রাধানগর, প্রসন্ননগর, কানাইনগর, গঙ্গানগর এলাকা ঘুরে ঘুরে সেখানকার জনগণের সকল সমস্যাগুলো বাড়ি বাড়ি, ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করে সেগুলো সমাধানের কাজে হাত দিয়েছেন মশিউর রহমান রনি।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় তাহলে আমি বিগত দিনে যারা ছিলো তাদের থেকে ভালো কিছু করে দেখাবো। তা ছাড়া এই এলাকার মানুষের সব থেকে বড় সমস্যা নদী পথের সমস্যা একটি ব্রিজের সমস্যা ইতিমধ্যে আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তা ছাড়া কিছুদিন পূর্বে এই এলাকায় দুইটি ড্রেনের রাস্তা উদ্বোধন করেছি। তা ছাড়া ইতিমধ্যে দ্রæত এই ইউনিয়নের মানুষের নদী পথের কষ্ট লাগবর জন্য ব্রিজের কাজ নিয়ে আলোচনা চলছে।


তিনি বলেন, আমরা সাধারণ মানুষের কাছে, বাড়ি বাড়ি যাচ্ছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কারণ উনি আমাদেরকে বলেছেন তোমার এলাকার মানুষ যদি তোমাকে ভালো না বাসে তোমার সাথে যদি ১০ জন লোক না দাঁড়ায় তাহলে তুমি কিসের নেতা। তখনই তোমাকে নেতা হিসেবে গণ্য করা হবে যখন তোমার এলাকার মানুষ তোমাকে ভালোবাসবে, মুরব্বিরা তোমাকে আদর করবে তাহলে তোমাকে একজন নেতা হিসেবে গন্য করা হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুমন আকবর, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম জীবন, ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল খায়ের, যুবদল নেতা নিজাম,রাহাত,আনিস মাহমুদ, এনায়েতনগর যুবদলের সভাপতি মনির হোসেন,সেক্রেটারি জসিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন,জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফ হোসেন মানিক,ছাত্রদলের ইফতেখার রাজু,নুরুজ্জামান,ইউনুস গাজী সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *