ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ১নং ওয়ার্ডে এক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার প্রধান সড়ক, অলিগলি ও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে একযোগে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার এবং ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা হাতে ঝাড়ু ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাড়ির ছাদ, ড্রেন, ফুলের টবের পানি ও পরিত্যক্ত পাত্রগুলোতেও বিশেষ নজর দেওয়া হয়।কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম বাবু। তিনি বলেন,
ডেঙ্গুর যে ভয়াবহ প্রভাব সৃষ্টি হয়েছে তা এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। সবাই যদি নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, তাহলে ডেঙ্গু জন্ম নেয়ার সুযোগ পাবে না।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের কাজ নয়, এটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি জমে না থাকার ব্যবস্থা এবং সময়মতো মশা নিধনের ব্যবস্থা নিতে হবে।
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সকলে হাতে ঝাড়ু ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে রাস্তাঘাট, ড্রেন ও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার করেন। উপস্থিতরা বলেন, শুধু সরকার বা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়; জনগণকে এগিয়ে আসতেই হবে।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক গাজী মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপু,যুগ্ম আহবায়ক এ.এম কর্নেল, সদস্য-সোহাগ মিয়া,শহিদুল ইসলাম প্রিন্স,ইঞ্জিনিয়ার রাসেল,১নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাভাপতি পদপ্রার্থী মোঃ আলী হোসেন সহ আরো অনেকে।