ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
ডেঙ্গু মহামারী প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কনজারভেন্সি প্রতিনিধি রোহান চৌধুরীর তত্ত্বাবধানে সকাল থেকে ১০ জন পরিচ্ছন্ন কর্মীর সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে ড্রেনের স্লাব খুলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং ড্রেন ও আশপাশের এলাকায় ব্লিচিং পাউডার ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়। ডেঙ্গুর সম্ভাব্য প্রজননক্ষেত্র চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে পরিষ্কার ও শুকানোর উদ্যোগ নেওয়া হয়।
১৪ নং ওয়ার্ডটি একটি ঘনবসতিপূর্ণ ও বাণিজ্যিকভাবে সক্রিয় এলাকা। জনবসতি বেশি হওয়ায় এখানে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। তাই এলাকাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্থায়ী পানি জমে থাকা স্থানগুলো দ্রুত অপসারণ করা এখন সময়ের দাবি।
কনজারভেন্সি প্রতিনিধি রোহান চৌধুরী বলেন—
“ডেঙ্গু প্রতিরোধে আমরা ১৪ নং ওয়ার্ডের প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো ওয়ার্ডটিকে সম্পূর্ণ পরিষ্কার ও ডেঙ্গুমুক্ত রাখা। নাগরিকদেরও অনুরোধ করছি, আপনারা নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন—তাহলে এই মহামারী প্রতিরোধ আরও সহজ হবে।”
অভিযানে সহযোগিতা করেছেন ওয়ার্ড সচিব মোঃ ইমরান হোসেন জিসান।
স্থানীয় বাসিন্দারা পরিচ্ছন্নতা টিমের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
এলাকাবাসী আরও জানান—
“আমরা সিটি করপোরেশনের এই উদ্যোগে আনন্দিত। তবে ড্রেনের নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। ড্রেনের লেবার দিয়ে কাজ করার যে টেন্ডার হয়েছে, সেটি যেন বিলম্ব না করে দ্রুত বাস্তবায়ন করা হয়—এটাই আমাদের অনুরোধ।”