সিদ্ধিরগঞ্জে মৎস্যজীবী দলের অফিস উদ্বোধন


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দাপ্তরিক অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাদ মাগরিব নাসিক ১নম্বর ওয়ার্ডের সি.আইখোলা কাঠের পুল এলাকায় মিলাদ ও দোয়া এবং খাবার বিতরণের মধ্যে দিয়ে অফিস উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের নেতা মো. জনি ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ জনির সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, প্রধান বক্তা হিসাবে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের আহবায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব মেহেদী হাছান সানি, মো. সাফিউল্লাহ।


মৎস্যজীবী দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বক্তরা বলনে, “ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২৭ নভেম্বর প্রথমে জেলে দল প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপির চতুর্থ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে জেলে দলের নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করা হয়। ”
এ সময়ে বক্তরা আরো বলেন, “২০১২ সালে আগে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জে কেউ চিনতো না, কিন্তু বাংলাদেশের সকল জেলায় কমিটি ছিলো। আমরা নারায়গঞ্জে জেলায় সাবেক ছাত্রনেতাদের নিয়ে মৎস্যজীবী দলের কমিটি গঠন করি। যেখানে কমিটি দেয় ছাত্রনেতাদের প্রধান্য দিয়ে থাকি সেই ধারাবাহিকতা সিদ্ধিরগঞ্জ থানা কমিটিতেও আছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বিএনপির নেতাকর্মীরা মৎস্যজীবী দলের বিরুদ্ধে অপ-প্রচার চলাচ্ছে। আপনারা সাবধান হয়ে যান, ভালো হয়ে যান এই মৎস্যজীবী দল বিএনপির একটি অঙ্গ সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করে দিয়েছিলো; এই দল এখনো আছে ভবিষ্যতে থাকবে এই দলের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ”।

উক্ত আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের নেতা মো. শাহিন আহমেদ, মো. সালাউদ্দিন, মো. কবির হোসেন, মো. সুমন, মো. ইয়াছিন, মো. শাকিল, মো. সোহেল, মো. গোলজার, মো.আনিস দেওয়ান মো. রফিকুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *