সোনারগাঁওয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সোনারগাঁওয়ে প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ আহাদ আহম্মেদ জিসান নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আষাড়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে এই অভিযান চালানো হয়।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী নিয়মিত তল্লাশি চৌকির অংশ হিসেবে ওইদিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ সামরুল হোসেনের নেতৃত্বে একটি ফোর্স নিয়ে মহাসড়কের ঢাকাগামী রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পরিবহন ও যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছিল।

তল্লাশি অভিযানের একপর্যায়ে কুমিল্লা থেকে ঢাকাগামী মিয়ামি পরিবহন নামের একটি বাস (নং: কুমিল্লা-ব-১১-০৩৪৯) থামানো হয়। বাস থামানোর সাথে সাথেই এক ব্যক্তি হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের সদস্যরা দ্রুত তৎপর হয়ে ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

তল্লাশির সময় তার হাতে থাকা ব্যাগের ভেতর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদকদ্রব্যগুলো জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আনা হয়।

সোনারগাঁও থানার ওসি বলেন, মাদক চোরাচালান ও বেচাকেনার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। নিয়মিত তল্লাশি ও অভিযানের মাধ্যমে আমরা মাদক পরিবহনের রুটগুলো নজরদারিতে রেখেছি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজই (শনিবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মহাসড়ককে ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল থেকে ঢাকায় মাদক সরবরাহ করছে। এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

জেলা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “দেশের অভ্যন্তরে মাদক পরিবহন বন্ধে আন্তঃজেলা পরিবহনগুলোকে কঠোরভাবে নজরদারিতে আনা দরকার। প্রতিটি বাস কাউন্টারে যাত্রীদের ব্যাগ স্ক্যান বা তল্লাশি ব্যবস্থা থাকলে এ ধরনের ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।”

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন উৎসব ও রাজনৈতিক সমাবেশের সময়কে ঘিরে মাদক চোরাচালান বেড়ে যেতে পারে—এমন আশঙ্কায় সড়ক ও মহাসড়কগুলোতে চেকপোস্ট বাড়ানো হচ্ছে। একই সঙ্গে স্থানীয় মাদক বিক্রেতা চক্রের বিরুদ্ধে অভিযানও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *