অসুস্থ সাংবাদিক আলামিনের খোঁজ নিতে হাসপাতালে প্রাইম গ্রুপ

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 


নারায়ণগঞ্জের ফতুল্লার সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১২ অক্টোবর রবিবার বিকেলে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে জহির আহামেদ সোহেলসহ অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে গিয়ে আলামিন প্রধানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।

সোহেল সাংবাদিক আলামিন প্রধান ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, একজন সাংবাদিক সমাজের দর্পণ। তাদের সুস্থতা ও নিরাপত্তা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আলামিন প্রধান যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

তিনি আরও জানান, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে আলামিন প্রধানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও ফলের ঝুরি প্রদান করা হয়েছে। পাশাপাশি, যাবতীয় চিকিৎসা খরচও বহন করার আশ্বাস দেওয়া হয়।

সোহেল আরও বলেন, আমরা সবাই চাই, আলামিন ভাই দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, যাতে তিনি আবারও সমাজের জন্য কাজ করতে পারেন। তার সুস্থতা আমাদের সবার জন্য দোয়া ও প্রার্থনার বিষয়।

এই সময় উপস্থিত নেতৃবৃন্দ আলামিন প্রধানের শারীরিক অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্তমানে আলামিন প্রধানের চিকিৎসা চলমান রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সমাজের সর্বস্তরের মানুষ দোয়া করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *