ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা জনগেণের কাছে পৌঁছে দিতে। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ‘প্রাইম ওয়াশিং প্লান্ট’ এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল বন্দরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেন।
গতকাল (১৪ অক্টোবর) বিকালে বন্দরের নাসিক ২১, ২২, ২৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। বন্দর ঘাট থেকে কর্মসূচিটি শুরু হয়ে পরবর্তীতে বন্দর বাজার, সোনাকান্দা, ফরাজিগান্ধা হয়ে ৩য় শীতলক্ষ্যা ব্রিজের সামনে এসে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ শেষ করেন।
একই সাথে গতকাল শত শত নারী ভোটারা বাবুলেল নির্দেশনায় ঐক্যজোট হয়ে পায়ে হেঁটে হেঁটে বন্দরের অলিগলিসহ মানুষের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফার প্রচারণা এবং আগামী নির্বাচনে ধানের র্শীষের পাশে থাকার আহ্বান জানান ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ‘প্রাইম ওয়াশিং প্লান্ট’ এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ছাত্রদল নেতা জহির আহমেদ সোহেল বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা বাস্তবায়নে জনগেণের কাছে লিফলেট বিতরণ করবো। অনেকেই তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জানেন না তাদের মাঝে ৩১ দফা বার্তাটি সবার মাঝে পৌঁছে দিতে এ কর্মসূচি সদর-বন্দরের বিভিন্ন স্থানে আমাদের চলমান রয়েছে।