ফতুল্লায় খাল পরিস্কার করলেন রনি

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে মাঠে নেমেছে জেলা যুবদল। দীর্ঘদিন ধরে ময়লায় ভরাট হয়ে থাকা কাইলানী খালের সাড়ে ৩ কিলোমিটার অংশ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় এই খাল পরিষ্কার অভিযানের উদ্যোগ নেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি।

মশিউর রহমান রনি বলেন, “তারেক রহমানের নির্দেশেই আমরা এই উদ্যোগ নিয়েছি। কাইলানী খালটি বহু বছর অবহেলায় পড়ে ছিল। এর ফলে বর্ষা মৌসুমে ফতুল্লার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিত এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেত। জনগণের দুর্ভোগ লাঘবের জন্যই আমরা খাল পরিষ্কারের কাজে নেমেছি।”

তিনি অভিযোগ করে বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় শামীম ওসমানের প্রভাবাধীন অবস্থায় খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। বর্ষা এলেই খাল পরিষ্কারের নাটক করা হতো, কিন্তু বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”

পরিষ্কার অভিযানে বিডি ক্লিন সংগঠনের সহযোগিতায় একটি ভেকু মেশিন ব্যবহার করে খালের পলি ও ময়লা অপসারণ করা হচ্ছে। মশিউর রহমান রনি জানান, একদিনে নয়—পর্যায়ক্রমে পুরো খাল পরিষ্কার ও সচল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “খালটি সচল হলে জলাবদ্ধতা অনেকটা কমে আসবে। এতে এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।”

অভিযানের সময় নারায়ণগঞ্জ জেলা যুবদল, ফতুল্লা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *