জনগণের দুঃখ-কষ্ট ও সমস্যা বুঝে পাশে থাকার আহ্বান এড. টিপু

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানার ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের জনগণের দুঃখ-কষ্ট বোঝা ও পাশে থাকার আহ্বান জানান মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের মন্ডলপাড়ায় ১৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তব্যের শুরুতেই এড. টিপু বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। সকাল থেকে রাত পর্যন্ত ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিটি নেতাকর্মী যেন জনগণের সঙ্গে মিশে থাকেন, তাদের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন। আগামী জাতীয় নির্বাচন সামনে—আমাদের লক্ষ্য বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর সংস্কার।”

তিনি আরও বলেন, “এই ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণ প্রকৃত অর্থে উপকৃত হবে। আপনাদের দায়িত্ব হলো জনগণের ঘরে ঘরে গিয়ে এই দফাগুলোর বার্তা পৌঁছে দেওয়া। ব্যাখ্যা করতে হবে—এই কর্মসূচির মাধ্যমে দেশে কীভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”

তিনি উল্লেখ করেন, “এই ৩১ দফার অন্যতম দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ‘হেলথ কার্ড’ ও নারীদের জন্য বিশেষভাবে প্রণীত ‘ফ্যামিলি কার্ড’। এর মাধ্যমে নারীরা মূল্যায়িত হবেন, স্বাস্থ্যসেবায় সবার প্রবেশাধিকার নিশ্চিত হবে, আর কেউ অবহেলিত থাকবে না।”

সরকারবিরোধী সমালোচনায় এড. টিপু বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত যতবার ক্ষমতায় এসেছে, ততবারই গণতন্ত্রকে হত্যা করেছে। গুম-খুনের রাজনীতি করেছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে, এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চালিয়েছে। আমরা জনগণের শক্তিতে, ঐক্যের জোরে এই অন্ধকার থেকে দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ।”

কর্মসূচি শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট জনগণের মাঝে বিতরণ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব রহমান। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা ছিলেন এড. আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, আহ্বায়ক কমিটির সদস্য রাশিদা জামাল, ডা. মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসেমসহ ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *