ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনে জমকালো আয়োজন, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ
আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন সদর থানা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাওয়াতি মাসের কর্মসূচির অংশ হিসেবে চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনে দাওয়াতি প্যাভিলিয়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে রিক্সা মার্কার মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৫ আসনে রিক্সা মার্কার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল-আমিন রাকিব। সদর থানা শাখার সভাপতি হাজী মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় দাওয়াতি মাসের এই কর্মসূচি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানার সহ-সভাপতি হাজী আবু নাঈম, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, বায়তুলমাল সম্পাদক তাওহীদুল ইসলাম, প্রচার সম্পাদক হাজী আনোয়ার আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক ক্বারী আল আমিন, সমাজকল্যাণ সম্পাদক মো: ওসমান, ফতুল্লা থানা দক্ষিণের প্রচার সম্পাদক হাফেজ সাইফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
দাওয়াতি প্যাভিলিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য, উদ্দেশ্য ও ইসলামী আদর্শ তুলে ধরা হয়। উপস্থিত আলেম-ওলামা, ব্যবসায়ী, চাকুরীজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সংগঠনের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনে যোগদান করেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, খেলাফত মজলিস ইসলামের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই দাওয়াতি মাসের কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং নৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত হবে। ইসলামের ছায়াতলে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই খেলাফত মজলিসের মূল লক্ষ্য।