ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ-৪ আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ডা. আসিফ মাহমুদের পিতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মো. আকরাম আলী মৃধা আর নেই।
তিনি শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টা ঘটিকায় শহরের জামতলা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৪ বছর।
মরহুমের মৃত্যুতে গণঅধিকার পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তাঁর মরদেহে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল ওয়ারেস আনসারী।
গার্ড অব অনার প্রদানের পর মরহুমের জানাজা সম্পন্ন হয় এবং তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নুর হোসেন মোল্লা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য সদস্যবৃন্দ, গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ও অসংখ্য স্থানীয় মানুষ।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজুসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ডা. আসিফ মাহমুদ তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, আমার বাবা ছিলেন এক জন নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধা ও সৎ প্রশাসক। দেশপ্রেম ও মানবিকতার শিক্ষা আমি তাঁর কাছ থেকেই পেয়েছি। তাঁর আদর্শই আমাকে দেশের রাজনীতিতে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করছে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।