সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের ইস্কুল’র যাত্রা শুরু

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার বিনির্মাণে স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের ইস্কুল’ নামে একটি বিনামূল্যের সামাজিক শিক্ষাঙ্গনের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন, সভাপতিত্ব করেন সহ-সভাপতি ছাত্রনেতা তাইরান আবাবিল রোজা
উদ্বোধন করেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সমন্বয়কারী জননেতা তরিকুল সুজন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জে অনেক সুবিধাবঞ্চিত পরিবার আছে যারা সন্তানদের শিক্ষার খরচ বহন করতে পারে না। অথচ শিক্ষার বিকল্প নেই। একটি জাতিকে এগিয়ে নিতে হলে সন্তানদের শিক্ষিত করে তুলতে হবে। সেই লক্ষ্যেই ছাত্র ফেডারেশন যে মানবিক উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই—ছাত্রদের এই মহৎ কাজে সহযোগিতা করুন এবং ‘আমাদের ইস্কুল’কে টিকিয়ে রাখতে ভূমিকা রাখুন।

ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়া। আমরা চাই নারায়ণগঞ্জের প্রতিটি শিশু যেন পড়াশোনার সুযোগ পায়। এই স্কুলের মাধ্যমে আমরা চেষ্টা করছি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সেই সুযোগ করে দিতে। আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৃজয় সাহাইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূরঅপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, প্রচার সম্পাদক স্বপ্নীল শোভন, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, কার্যকরী সদস্য সিয়াম সরকারসহ জেলা ও শাখা কমিটির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণও উপস্থিত ছিলেন। সবাই ছাত্র ফেডারেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এর সাফল্য কামনা করেন।

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌরভ সেন জানান, আমাদের ইস্কুল হবে এমন একটি জায়গা, যেখানে অর্থ নয়, ভালোবাসা ও দায়িত্ববোধ হবে শিক্ষার মূল চালিকা শক্তি। এখানে ছাত্র ফেডারেশনের সদস্যরা নিজেরাই শিক্ষক হিসেবে পাঠদান করবেন। আমরা চাই সমাজের প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক।

দপ্তর সম্পাদক শেখ সাদী বলেন, আমরা বিশ্বাস করি, শিক্ষা কোনো পণ্য নয়—এটি একটি অধিকার। সমাজের প্রতিটি শিশুর হাতে সেই অধিকার পৌঁছে দিতে ছাত্র ফেডারেশন প্রতিজ্ঞাবদ্ধ।”

আমাদের ইস্কুল’-এর মাধ্যমে ছাত্র ফেডারেশন শুধু পাঠদানই নয়, বরং শিশুদের নৈতিকতা, সংস্কৃতি চর্চা ও সামাজিক সচেতনতা গড়ে তুলতেও উদ্যোগ নিয়েছে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *