দাদন সভাপতি ও সম্পাদক সাবেদ

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগরের বন্দর থানার ২৫নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আংশিক কমিটি। দীর্ঘদিন ধরে দল ও সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নিষ্ঠা, ত্যাগ ও আদর্শের স্বীকৃতি স্বরূপ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ দাদন মিয়া, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাবেদ হোসেন।

নবগঠিত এই আংশিক কমিটিতে আরও যারা দায়িত্ব পেয়েছেন তারা হলো, সিনিয়র সহ-সভাপতি: মোঃ ইদ্রিস খান, সহ-সভাপতি: মোঃ মান্নান ও মোঃ হিরু মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ তারেক হোসেন, কোষাধ্যক্ষ: মোঃ রাজিব হোসেন, সহ-কোষাধ্যক্ষ: মোঃ রাজু খান, সাংগঠনিক সম্পাদক: মোঃ বিল্লাল হোসেন,
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ ইলিয়াস, দপ্তর সম্পাদক: মোঃ সোহেল,
সহ-দপ্তর সম্পাদক: মোঃ ফয়সাল, প্রচার সম্পাদক: মোঃ আলম, সহ-প্রচার সম্পাদক: মোঃ মুনা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক: মোঃ নিতু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক: রিহান আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক: নিঝুম আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক: মোঃ পোয়ারা হোসেন, যুব বিষয়ক সম্পাদক: মোঃ কামরুল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃ মিনহাজ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক: মোঃ মনির হোসেন, যোদ্ধা বিষয়ক সম্পাদক: মোঃ সেলিম উদ্দিন, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক: মোঃ রফিকুল।

নবগঠিত এই আংশিক কমিটি অনুমোদন করেন বন্দর থানা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি নূর হোসেন এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোঃ দাদন মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ সাবেদ হোসেন বলেন, আমরা প্রয়াত আরাফাত রহমান কোকোর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবা, মানবিক উদ্যোগ এবং তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করতে চাই। এই সংগঠনকে একটি সৃজনশীল, ইতিবাচক ও মানবিক প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

তারা আরও জানান, নতুন কমিটি এলাকার তরুণ প্রজন্মকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং আরাফাত রহমান কোকোর দেশপ্রেম, সততা ও মানবিকতার চেতনা তুলে ধরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *