জান্নাত কারও দাড়িপাল্লার হাতে নয়: টিপু

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 

জান্নাত কারও দাড়িপাল্লার হাতে নয়, জান্নাত একমাত্র আল্লাহর হাতে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানার ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ।

সভায় টিপু বলেন,আমরা রাজনীতি করি বাইরে, কিন্তু আমাদের মা-বোনেরা রাজনীতি করেন ঘরের ভেতরে। তাদের ত্যাগ, শ্রম ও সহযাত্রা আমাদের রাজনীতিকে টিকিয়ে রেখেছে। তারা সংসার সামলে, সন্তান মানুষ করে, প্রতিনিয়ত আমাদের পথ সহজ করে দেন। তাদের অবদান ও ভালোবাসা প্রশংসায়ও শেষ করা যাবে না।”

তিনি আরও বলেন, কিছু ভণ্ড দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে জান্নাতের প্রলোভন দেখায়। মনে রাখবেন, জান্নাত কারও দাড়িপাল্লার হাতে নয়—জান্নাত আল্লাহর হাতে। আমরা যদি ইসলামের পাঁচটি স্তম্ভ মেনে চলি, নামাজ-রোজা-যাকাত ও হজের বিধান পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আমাদের জান্নাত দান করবেন।”

এ সময় তিনি মা-বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা কারও মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না। বিএনপি সবসময় আপনাদের সম্মান, অধিকার ও সুযোগ বৃদ্ধির পক্ষে কাজ করেছে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে নারী সমাজের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে, যা ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।

আবু আল ইউসুফ খান টিপু আরও বলেন, মনোনয়ন আল্লাহর হাতে। তিনি যাকে ভালোবাসবেন, তাকেই দায়িত্ব দেবেন। আমরা দীর্ঘ ১৬–১৭ বছর ফ্যাসিবাদী শাসনের ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি। ইনশাআল্লাহ, এই ত্যাগের মূল্য আমাদের নেতারা দেবেন।

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, যাদেরকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই মিলে তাদের পাশে থাকব। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করব, ৩১ দফার লিফলেট মানুষের হাতে তুলে দেব। বিএনপির বিজয় মানে জনগণের বিজয়, সত্য ও ন্যায়ের বিজয়।

পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ১২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ, দোকানদার ও পথচারীদের হাতে ৩১ দফা রাষ্ট্রসংস্কার সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবর রহমান, মাকিত মোস্তাকিম শিপলু, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু বাদশা, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাইদুর রহমান টিটু, মানিক বেপারী, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *