ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ডিসিকে স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় জনসাধারণ।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কাশীপুর ইউনিয়ন রক্ষা সংগ্রাম কমিটি এর উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।পরে কাশীপুরবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, কাশীপুর একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ এলাকা। এখানে শিক্ষা, শিল্প, ব্যবসা ও জনসংখ্যার দিক থেকে একটি স্বতন্ত্র পৌরসভা গঠনের সব যোগ্যতা বিদ্যমান। অথচ কাশীপুরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব স্থানীয়দের ইচ্ছার পরিপন্থী। তারা বলেন, সিটি কর্পোরেশনে যুক্ত হলে জনগণকে অতিরিক্ত কর দিতে হবে, কিন্তু নাগরিক সুবিধা পাবে না।
কাশীপুর রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব আরাফাত আলম জিতু বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বর্তমানে অচল অবস্থায় আছে। নগরীর যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা—সব কিছুতেই তারা চরম ব্যর্থতা দেখিয়েছে। আমরা কাশীপুরের মানুষ সিটি কর্পোরেশনে যুক্ত হতে চাই না। কারণ এতে সাধারণ মানুষের খরচ বাড়বে, অথচ কোনো উন্নয়ন হবে না। কাশীপুরের নিজস্ব ঐতিহ্য ও গৌরব রয়েছে—আমরা চাই এটিকে একটি স্বতন্ত্র পৌরসভা ঘোষণা করা হোক।”
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের ব্যর্থতা ঢাকতে এখন কাশীপুরকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা জনগণের সঙ্গে অন্যায়। আমরা এর বিরুদ্ধে শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
কাশীপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালী বলেন, কাশীপুরে প্রায় এক লক্ষ ভোটার রয়েছে। জনসংখ্যা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও শিল্পপ্রতিষ্ঠান সবই আছে এখানে। একটি পৌরসভা গঠনের জন্য যে সকল শর্ত পূরণ করতে হয়, কাশীপুরে তা বিদ্যমান। সিটি কর্পোরেশনের আওতায় গেলে জনগণের করের বোঝা বাড়বে কিন্তু সেবা পাবে না। আমরা চাই জনগণের দাবির প্রতিফলন ঘটুক—কাশীপুর হোক একটি স্বতন্ত্র পৌরসভা।”
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন কাশীপুর ৯নং ওয়ার্ডের মেম্বার ও সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. খোকন সরদার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. আমিরুল ইসলাম, ফরিদ আহম্মেদ, মো. সালাউদ্দিন আহমেদ, মো. আতাউর রহমান শামীম এবং সৈকত হাসান ইকবালসহ কাশীপুর রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা একযোগে বলেন, আমরা সিটি কর্পোরেশনের ব্যর্থতার বোঝা নিতে রাজি নই। আমাদের দাবি একটাই—কাশীপুরকে একটি পূর্ণাঙ্গ পৌরসভা ঘোষণা করা হোক। জনগণের মতামত উপেক্ষা করে প্রশাসনিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
সমাবেশ শেষে কাশীপুরবাসী জেলা প্রশাসকের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা কাশীপুর ইউনিয়নের ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক সক্ষমতা ও জনসংখ্যাগত তথ্য তুলে ধরে স্বতন্ত্র পৌরসভা ঘোষণার জোর দাবি জানান।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সিটি নয়, চাই পৌরসভা—কাশীপুরের দাবি একটাই সভা! কর নয়, উন্নয়ন চাই!’এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
যতক্ষণ না কাশীপুরকে স্বতন্ত্র পৌরসভা করা হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।