ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, “আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি আমাদের সবার কথা ভেবে দেশের জন্য এত নির্যাতন সহ্য করেছেন। তিনি যদি আপোষ করতেন, নিজে একটু স্বস্তিতে থাকতে চাইতেন, তাহলে আজ তার এত কষ্ট পেতে হত না।”
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে মহিলা সমাবেশ ও বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন রাজীব।
এসময় বক্তাবলীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নারী নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুকুল রাজীবের বক্তব্য শোনেন। এসময় তারা বলেন, খালেদা জিয়াকে তারা অন্তর থেকে ভালোবাসেন এবং তার সুস্থতা কামনা করেন।
রাজীব আরও বলেন, “আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন, তাহলে আমি বক্তাবলীবাসীর পাশে থেকে কিছু করতে চাই। খালেদা জিয়ার প্রতি আমাদের যে ঋণ, তা শোধ করতে পারবো তখনই, যখন আমরা তার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”
তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা আমাদের পাশে থাকলে আমরা এই দেশকে আরও এগিয়ে নিতে পারবো।