ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়ন এলাকায় আগামী বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে তিতাসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ, বাখরাবাদ-ডেমরা এবং নরসিংদী-সিদ্ধিরগঞ্জ সঞ্চালন লাইনের মধ্যে হরিপুর টিবিএস (Town Bordering Station) এলাকায় আন্ডারগ্রাউন্ড ইন্টারলিংক অপসারণ কার্যক্রম পরিচালনা করা হবে।
এই কাজের অংশ হিসেবে তিতাস গ্যাসের নিয়ন্ত্রিত এলাকার টিবিএস, সিজিএস (City Gate Station) এবং ডিআরএস (District Regulating Station) স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে।
ফলে নারায়ণগঞ্জের বৃহত্তর ফতুল্লা অঞ্চলের গৃহস্থালী, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি ফিলিং স্টেশনসহ সকল ধরনের গ্রাহক এই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকার ভোগান্তিতে পড়বেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করে যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। পাশাপাশি, এই সময়ের মধ্যে গ্যাস লাইন বন্ধ থাকা অবস্থায় চুলা বা অন্যান্য গ্যাসচালিত সরঞ্জাম ব্যবহার না করার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে, যেন গ্যাস সংযোগ চালু হওয়ার পর দুর্ঘটনা এড়ানো যায়।
বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সবার সহযোগিতা কামনা করছি।”