কাশীপুরে যুবকের মৃত্যু, আটক ৪

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় মমিন (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত মমিন মাসদাইর এলাকার জালাল মিয়ার পুত্র এবং পেশায় একজন অটোচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চারজন যুবক মমিনকে নিয়ে আসে তার পিতা-মাতার বাসায়। তারা এসে জানায়, মমিন মারা গেছে। এ সংবাদে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় ঐ চার যুবককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

নিহতের পরিবার অভিযোগ করেছে, মমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের পিতা-মাতা জানান, আমরা বিশ্বাস করি আমার ছেলেকে হত্যা করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক— আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে আমরা ঘটনাটি তদন্ত করছি এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *