রূপগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ থানার ভায়েলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার মো. নজরুল ইসলাম (৩৫), মো. ওসমান (৪০) ও নাওরা গ্রামের মো. দ্বীন ইসলাম (৫২)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল রূপগঞ্জের ভায়েলা বাজারের বাবুল সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। রাত ১২টা ৫০ মিনিটের দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা নজরুল ইসলাম ও ওসমানকে আটক করা হয়। তাদের তল্লাশি চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে নাওরা গ্রামের মো. দ্বীন ইসলামের সহযোগিতায় ইয়াবা ব্যবসা করে আসছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ আড়াইহাজার থানার জালাকান্দি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মূল হোতা দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার তিনজনই সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করত।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দাবি করেছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *