রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার শফিক গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক ওরফে শুটার শফিককে (৩৬) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানের সময় শফিকের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম শফিক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার বাসিন্দা। তিনি তারাবো পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

র‍্যাবের তথ্য অনুযায়ী, শফিকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র আইনে অন্তত ছয়টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত ছিলেন।

গত ১৮ অক্টোবর দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী লোকমান হোসেনকে গুলি করেন শফিক ও তার সহযোগীরা। গুলিবিদ্ধ লোকমানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই এলাকায় একটি খাবারের হোটেল পরিচালনা করতেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, ঘটনার কয়েকদিন আগে শফিক ও তার সহযোগীরা লোকমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। পরে লোকমান ১ লাখ টাকা দেন, কিন্তু বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৮ অক্টোবর দুপুরে শফিক মোটরসাইকেলযোগে দলবল নিয়ে এসে তার ওপর গুলি চালায়। গুলি লোকমানের ডান পায়ে লাগে।

স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে গেলে শফিক ও তার সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান,ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। র‍্যাব বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে এবং গোপন অভিযান চালিয়ে রাজধানীর মাদারটেক এলাকা থেকে শফিককে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।”

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর শফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *