ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক মো. মমিনুর (৩০) কে পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা মামুন ওরফে প্রিন্স মামুন (২৮) কে র্যাব-১১ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার প্রিন্স মামুন পটুয়াখালীর রাঙ্গাবালি থানার কমাল মজুমদারের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় মমিনুর হককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত মমিনুর হক পরিবারসহ উত্তর নরসিংপুরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চালক ছিলেন।
ঘটনার দিন সকালে মমিনুর তার অটো নিয়ে মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে যান। পরে দুপুরে অন্য চালক মো. সবুজ (২১)-এর সঙ্গে পঞ্চবটি মোড়ের চায়না প্রজেক্ট এলাকায় যান। সেখানে পূর্বশত্রুতার জেরে মামুন ও তার সহযোগীরা দুজনকে পঞ্চবটি প্রধান পাম্পের পশ্চিম পাশে একটি চিপা গলিতে ডেকে নিয়ে যান।
প্রথমে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। মমিনুর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মামুন ও তার সহযোগীরা দুজনকে পিটিয়ে গুরুতর আহত করে।
মমিনুর পরে গ্যারেজে ফিরে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে বাসায় নিয়ে যাওয়ার পথে উত্তর নরসিংপুর স্কুলের সামনে অটোরিকশার মধ্যে তিনি মারা যান। স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
নিহতের পিতা জালাল উদ্দীন (৬৪) ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১ সদর কোম্পানির চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে মূলহোতা প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করে। র্যাব জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।