ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব মতিউর রহমান মতি প্যারোলে মুক্তি নিয়ে তার স্ত্রী রোকেয়া রহমান-এর জানাজা নামাজে অংশ গ্রহণ করেছেন।
শনিবার (১ নভেম্বর) জোহরের নামাজের পর সুমিলপাড়াস্থ মোহর আলী সরদার বাজার জামে মসজিদ মাঠে মরহুমার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি সহ অসংখ্য গুণগ্রাহী, স্থানীয় বাসিন্দা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মরহুমা রোকেয়া রহমান শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সুমিলপাড়াস্থ নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সুমিলপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য হাজার হাজার নারী ও পুরুষ স্থানীয় বাসিন্দা তার বাসভবনে ভিড় করেন। স্থানীয়রা জানায়, কাউন্সিলর মতিউর রহমান মতি প্যারোলে মুক্তি পেয়ে প্রথমবার নিজের স্ত্রীর জানাজায় অংশ নেন, যা সবাইকে আবেগাপ্লুত করেছে।
স্থানীয়রা মরহুমাকে নৈতিক গুণাবলীর অধিকারী এবং এলাকার সেবা করার মতো একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন।