কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবা-মা আটক

ফতুল্লা প্রতিনিধি

ফতুল্লায় সৎ বাবার বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা ও মাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কাশীপুর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, এক মাস আগে কাশীপুর বাংলাবাজার এলাকায় ভাড়া আসে ওই দম্পতি। ভাড়া আসার আগে তারা বিয়ে করে। শুক্রবার দুপুরে বাড়িওয়ালার ছেলে বাসার ভাড়া আনতে গেলে ভুক্তভোগী কিশোরী কান্না করতে করতে তাকে জানায় তার সৎ বাবা প্রতিদিনই মায়ের সহযোগিতায় তাকে ধর্ষণ করে আসছে।

বাড়িওয়ালার ছেলে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে অবহিত করে। বিকেলে ফতুল্লা থানা পুলিশের এসআই সঞ্জিত সাহা ভুক্তভোগীর সাথে কথা বলে এবং মা ও সৎ বাবাকে আটক করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *