ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরে অধ্যাপক মামুন মাহমুদের অফিসে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সূত্রঅনুসারে জানা যায়, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান। এ সময় তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বে কৃষক দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত কৃষক দলের নেতারা বলেন, নারায়ণগঞ্জ একটি শ্রমিক ও কৃষক অধ্যুষিত জনপদ। এ জেলার কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও দলীয় কর্মকাণ্ডকে তৃণমূলে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি, অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে কৃষক দল আরও সুসংগঠিত হবে এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অধ্যাপক মামুন মাহমুদ ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে নবগঠিত কমিটির নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দলীয় কর্মীদের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করে। কৃষক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকের সমস্যা, ন্যায্য মূল্য, সার ও বীজ সংকটসহ সব অধিকার আদায়ের জন্য আমাদের আন্দোলনকে আরও জোরদার করতে হবে।
তিনি আরও যোগ করেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দল সর্বদা গণমানুষের স্বার্থে কাজ করে আসছে। এই ধারা বজায় রেখে আগামীর পথচলায় আমরা আরও শক্তিশালী ভূমিকা রাখব।
শুভেচ্ছা বিনিময় শেষে কৃষক দলের নেতারা আগামীর রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং দলীয় নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।