সোনারগাঁ প্রতিনিধিঃসজীব হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রী কলেজে এক হৃদয়ছোঁয়া পরিবেশে একাদশ শ্রেণিতে উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫(সেপ্টেম্বর)সোমবার ১০ঘটিকায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন,কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ ইয়ানমীন আরা।
সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিসান।
প্রধান অতিথি ছিলেন, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক,এম.আর. গ্রুপের চেয়ারম্যান ও সিআইপি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,গভর্নিং বডির হিতৈষী মোঃ কবির হোসেন ভূঁইয়া বাবুল,সাবেক বিদ্যুৎসাহী সদস্য আলী আহাম্মেদ মেম্বার,অভিভাবক সদস্য হুমায়ুন কবির মাস্টার,অভিভাবক সদস্য ছানোয়ার হোসেন,শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল গনি ও মোঃ জিহাদ,মোঃ আহসান হাবীব,মহিলা শিক্ষক প্রতিনিধি নাসরীন আক্তার,হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।